|
বন্যায় মৃত্যুর সংখ্যা নিয়ে মুখোমুখি অধিদফতর ও মন্ত্রণালয়
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
|
এবার বন্যায় দেশের দুর্গত এলাকাগুলোতে দুই মাসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বন্যায় ২৫১ জনের প্রাণহানি ঘটেছে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দিচ্ছে ভিন্ন তথ্য। তাদের দাবি, চলতি বন্যায় ৪২ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এমন ভিন্ন সংখ্যার কারণ জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. আতিকুল হক বলেন, সংখ্যা নিয়ে ভুল বোঝাবুঝি রয়েছে। বন্যার পানিতে মৃত্যুর বিষয়ে আমাদের মাঠপযায়ের কর্মকর্তারা যে তথ্য পাঠাচ্ছেন সেটাই সঠিক। এখানে বন্যার পানিতে ডুবে বা ভেসে গিয়ে মৃত্যু হলে তাদের নাম-ঠিকানাসহ পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হয়। বন্যা আক্রান্ত এলাকার বাইরে বা ভ্রমণে গিয়ে নৌকাডুবি কিংবা অন্য কোনোভাবে দুর্ঘটনার তথ্য এখানে যুক্ত করা হয় না। ![]() বন্যায় মৃত্যুর সংখ্যা নিয়ে মুখোমুখি অধিদফতর ও মন্ত্রণালয় এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, ১৯৯৮ সালে বন্যায় দেশের ৫০ ভাগ এলাকা প্লাবিত হয়, আর এবার ৩০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছিল। এবারের বন্যা ৪৬ দিন স্থায়ী ছিল। তাতে ঘরবাড়ি, গবাদিপশু, শস্যখেত, বীজতলা, মৎস্য খামার, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক, ব্রিজ, বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি অনুযায়ী পুনর্বাসন পরিকল্পনা নেয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ২৬ জুন প্রথম দফায় বন্যা শুরু হয়। ১০ জুলাই দ্বিতীয় দফা, ১৯ জুলাই তৃতীয় দফা এবং ১৮ অগাস্ট উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |