রাজধানীতে জাল স্ট্যাম্প-ডলার-টাকাসহ আটক ২
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
রাজধানীর রমনায় অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প, জাল ডলার ও জাল টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস. এম. শামীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে চার কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, জাল ডলার ও জাল টাকা ছিল। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলফাজ উদ্দিন (৬১) ও মো. মাসুদ (৪০)। ![]() উদ্ধার করা জাল স্ট্যাম্প, ছবি: সংগৃহীত রমনা জোনের এসি এস. এম. শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেগুনবাগিচায় এনবিআর ভবনের নিচ তলায় টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে ঢাকা টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সহকারী হিসাব রক্ষক আলফাজ উদ্দিনকে তিন লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, জাল ডলার, জাল টাকা ও জাল স্ট্যাম্প তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |