নান্দাইলে বাল্যবিবাহের চেষ্টায় ভুয়া কাজী আটক
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ৮:৪৬ পিএম আপডেট: ২৮.০৮.২০২০ ৮:৫০ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিউটি আক্তার নামের এক কিশোরীকে বাল্যবিবাহ দেয়ার চেষ্টার অভিযোগে এক ভুয়া কাজী ও মেয়ের দুই মামাকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিউটি আক্তার নান্দাইল পৌরসদরের দশালিয়া গ্রামের শফিকুল ইসলামের ভাগ্নী। তার গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউপির পুরানবাড়ি গ্রামে। তার বাবার নাম আবেদ আলীর। মেয়ের মামার বাড়িতে রেখে তার দুই মামা বিয়ের চুড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলো।
নান্দাইলে বাল্যবিবাহের চেষ্টায় ভুয়া কাজী আটক

নান্দাইলে বাল্যবিবাহের চেষ্টায় ভুয়া কাজী আটক


বৃহস্পতিবার (২৭ আগষ্ট) মধ্যেরাতে গোপনে বিয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি চলছিল। বিয়ে নিবন্ধনের জন্য কাজীও হাজির হয়েছিল। ঠিক এই মূহুর্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দীন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহের বিষয়টি প্রমাণিত হয়।  পরে বিয়ের নিবন্ধন করতে আসা উপজেলার লংপুর গ্রামের মৃত আঃ ছোবানের পুত্র আবুল হাসেমকে নিবন্ধন বই আটক করে পুলিশ।  এছাড়াও আটক করা হয় কিশোরীর দুই মামা মৃত আঃ গফুরের দুই পুত্র শফিকুল ইসলাম ও সাইফুল ইসলামকে।  তবে বর পক্ষের কেউ তখন পর্যন্ত অনুষ্ঠানে হাজির হননি।

পরবর্তীতে বিয়ের নিবন্ধন করতে আসা আবুল হাসেম ভূয়া কাজি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের, কিশোরীর দুই মামাকে পনের দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন বলেন, ছেলে পক্ষকে বিয়ে বাড়িতে উপস্থিত পাওয়া যায়নি।  যতদূর জানতে পেরেছি উপজেলার অরণ্যপাশা গ্রামে বিয়ে দেওয়া হচ্ছিল।  আমরা বাল্যবিবাহ মুক্ত নান্দাইল গড়তে চাই।  বাল্যবিবাহের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।


ডেল্টা টাইমস্/এইচএম সাইফুল্লাহ/এম আর/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com