করোনায় দ্বিতীয়বার আক্রান্তের খবরে আতঙ্ক
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) দ্বিতীয়বার আক্রান্তের খবরে নতুন আতঙ্ক ছড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ খবর আসছে। এ পর্যন্ত ৫০টিরও বেশি কেস এসেছে যারা দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন, এটা রীতিমতো ভীতিকর। সুস্থ হয়ে ভাবছেন আর আক্রান্ত হবেন না। কিন্তু মাস খানেকের মধ্যেই তারা আবার আক্রান্ত হচ্ছেন। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরে নেই। আক্রান্তদের কারও কারও মধ্যে উপসর্গ রয়েছে। অনেকের মধ্যে কোনো উপসর্গ নেই। তারপরও তারা পজিটিভ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের বলেছেন, এ রকম খবর তাদের কাছে আসছে। প্রথমবার আক্রান্ত হয়ে ভালো হয়ে গেছেন। এক থেকে দেড়মাস পর দ্বিতীয়বার পরীক্ষা করে পজিটিভ এসেছে। ![]() ছবি: সংগৃহীত চট্টগ্রামের হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জানান, গলায় প্রচণ্ড ব্যথা, গায়ে জ্বর। কথা বলতে কষ্ট হচ্ছে। এর আগে গত ১৪ জুলাই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। দীপক মল্লিক। পেশায় একজন চিকিৎসক। দ্বিতীয়বার আক্রান্ত হয়ে এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তার বাড়ি। প্রথমবার গত ২০ এপ্রিল সব উপসর্গ নিয়েই আক্রান্ত হয়েছিলেন। গত ২৬ আগস্ট আবার আক্রান্ত হন। এবার কোনো উপসর্গ নেই। প্রথমদিন শরীরে শুধু ব্যথা অনুভব করেছিলেন। তিনি বলেন, কেন তিনি আক্রান্ত হয়েছেন তা তিনি বুঝতেই পারছেন না। বরিশালের বাবুগঞ্জ উপজেলা কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শিহাব উদ্দিনও দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন। গত ১৮ এপ্রিল প্রথমে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর সুস্থ হয়ে কাজে যোগ দেন। অতিসম্প্রতি তিনি আবার করোনা আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য ডা. নজরুল ইসলাম মনে করেন, এটা গবেষণা করে দেখতে হবে। তবে তিনি বলেন, শরীরে পুষ্টি ও ইমিউনিটির ঘাটতির কারণেও হতে পারে। সূত্র ভিওএ ডেল্টা টাইমস/কেএইচ/সিআর/জেডএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |