এখন সুস্থ রয়েছেন ডিপজল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
অস্ত্রোপচার শেষে সুস্থ রয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সোমবার (১৪ সেপ্টেম্বর) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পিঠের নিচে একটি সিস্ট হয়েছিল সেটার অস্ত্রোপচার শেষে এখন তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে ডিপজলের পারিবারিক সূত্র। ![]() এখন সুস্থ রয়েছেন ডিপজল জানা যায়, বেশকিছুদিন ধরেই পিঠের নিচে ব্যাথা অনুভূত হচ্ছিল। পরে সেটা সিস্টের মতো দেখা যাওয়ায় শ্যামলির একটি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার তাঁকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়। বিকেল ৩ টা নাগাদ তিনি সুস্থতা অনুভব করেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ডিপজল ভাইয়ের পিঠের নিচে একটা সিস্ট হয়েছিল, যেটা বেশ পেইনফুল ছিল। বাধ্য হয়েই তাকে হাসপাতালে নিতে হয়। আমি সবকিছু তদারকি করছিলাম। এখন তিনি আল্লাহর রহমতে ভালো আছেন। উল্লেখ্য, হাসপাতালে ডিপজল এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ডিপজলের খবর জানার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। ডেল্টা টাইমস্/এম আর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |