অক্টোবরেই চালু হচ্ছে রাজশাহীবাসীর স্বপ্নের ফ্লাইওভার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
এ মাসেই শেষ হচ্ছে রাজশাহীবাসীর স্বপ্নের ফ্লাইওভারের নির্মাণ কাজ। তাই আশা করা হচ্ছে অক্টোবরেই খুলে দেওয়া হতে পারে এ ফ্লাইওভার। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) সূত্রে জানা গেছে, ১৮৯ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে মোহনপুর-রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পটির আওতায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের আলিফ-লাম-মীম ভাটার মোড় থেকে ছোট বনগ্রাম, মেহেরচণ্ডী, বুধপাড়া, মোহনপুর হয়ে চৌদ্দপায়া রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এর আওতায় মহানগরীর দু’টি মহাসড়কের পূর্ব-পশ্চিমমুখী ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার চার লেন সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। ![]() রাজশাহীর প্রথম ফ্লাইওভার। ছবি: সংগৃহীত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, এরই মধ্যে ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ এ মাসেই শেষ হবে। তাই মেয়াদের আগেই শেষ হচ্ছে রাজশাহীবাসীর স্বপ্নের ফ্লাইওভার। এ বিষয়ে প্রকল্প পরিচালক গোলাম মোর্শেদ বলেন, চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হবে। প্রকল্পটির প্রায় ৯৮ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই বাকি কাজ শেষ হবে। উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে এটি খুলে দেওয়ার জন্য দিনক্ষণ নির্ধারণ করবেন রাসিক মেয়র। এর পরই আনুষ্ঠানিকভাবে এই নির্মাণাধীন ফ্লাইওভার ও নতুন সড়কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে । ডেল্টা টাইমস্/এম আর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |