সব আসনেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
এখন থেকে সব আসনে যাত্রী নিয়েই চলবে ট্রেন। কোন আসনই ফাঁকা রাখা হবে না। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ । ![]() সব আসনেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু। ছবি-সংগৃহিত সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সকাল থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হচ্ছে। ডেল্টা টাইমস্/এম আর/সি আর/এস এ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |