২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে: কঙ্গনা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
কঙ্গনার অফিসের একাংশ ভেঙে দেওয়ায় বৃহন্মুম্বই পৌরসভার কাছে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেন কঙ্গনা রানাওয়াত। বম্বে হাইকোর্টে সংশোধিত আবেদনে বলিউড অভিনেত্রী দাবি করেন, তাঁর অফিস বেআইনিভাবে ভাঙচুর করায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে। ![]() ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে: কঙ্গনা সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের সঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রউতের বাকযুদ্ধও বেধেছে। কঙ্গনাকে 'হারামখোর' বলেছেন সঞ্জয়। মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীর বলেও মন্তব্য করেন কঙ্গনা। এর মধ্যেই গত ৭ সেপ্টেম্বর অভিনেত্রীর 'মণিকর্ণিকা ফিল্মস'-এর অফিসের একাংশ বেআইনি বলে নোটিশ পাঠায় বৃহন্মুম্বই পৌরসভা। ৯ সেপ্টেম্বর অফিসের একাংশ ভাঙতে শুরু করেন পুরকর্মীরা। তখনই কঙ্গনা আর্জিতে ভাঙচুরে স্থগিতাদেশ দেয় বম্বে হাইকোর্ট। কঙ্গনার দাবি, তাঁর অফিসে ৪০ শতাংশ ভেঙে দিয়েছে বিএমসি। সোফা ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়েছে। গোটা ঘটনাই পূর্ব পরিকল্পিত। বম্বে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রাখার দাবি করে ২ কোটি টাকা দাবি করেন অভিনেত্রী। ডেল্টা টাইমস্/এম আর/সি আর/এস এ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |