যাত্রাবাড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
|
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আক্তার হোসেন সিকদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে। ![]() প্রতীকী ছবি নিহত আক্তার হোসেন দুই ছেলে ও পরিবার নিয়ে ধলপুর লিচু বাগান ৩৫/৪ নম্বর বাসায় থাকতেন। তার বাবা মৃত হয়রত আলী সিকদার। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুক্তিনগর মাইনকারচরে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ডেল্টা টাইমস্/সিআর/জেডএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |