যাত্রা শুরু করলো ইবি ক্যারিয়ার ক্লাব
ইবি প্রতিনিধি:
|
শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা নিয়ে নানান সমস্যার সমাধান এবং বিভিন্ন সেমিনার, কর্মশালা ও হাতে কলমে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তাদের দক্ষ জনসম্পদে পরিণত করার নিমিত্তে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের যাত্রা শুরু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুমায়ুন কবীর জীবনকে আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের আশিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি কমিটি নিয়ে যাত্রা শুরু করেছে ক্লাবটি। ![]() যাত্রা শুরু করলো ইবি ক্যারিয়ার ক্লাব ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, ইংরেজি বিভাগের বিমল রায়, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ফারজানা ইসলাম মাহী ও আখিঁ খানম, লোক প্রশাসন বিভাগের আব্দুল করিম ও রিয়াদ, আইন বিভাগের শিহাব উদ্দীন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আজাহারুল ইসলাম ও তাহমীদ হাসান শোভন, আল ফিকহ এন্ড লিগ্যাল স্ট্যাডিজ বিভাগের পল্লব আহমেদ সিয়াম, ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের ইয়ারাবি আঁখি, তাহমীদ আহমেদ আসীফ, রুম্মান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আবু তালহা আকাশ। ক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবীর জীবন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব একটি শিক্ষামূলক, অলাভজনক, অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্যতাসম্পন্ন করে গড়ে তোলা এবং তাদের মেধাশক্তিকে আরো বিকশিত করা সংগঠনটির প্রকৃত উদ্দেশ্য। এছাড়াও খুব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। ডেল্টা টাইমস্/এম বি রিয়াদ/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |