ফ্রান্সে নৌকাডুবিতে ৪ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ফ্রান্সে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। রয়টার্স এ খবর প্রকাশ করেছে। ![]() ফাইল ফটো দেশটির উর্ধতন এক কর্মকর্তা সংবাদমাধ্যম ফ্রেন্স রেডিও ব্লেউ নর্ডকে জানায়, প্রাণহানীর দিক থেকে ওই এলাকায় এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা। এক পুরুষ, এক নারী ও ৫ থেকে ৮ বছরের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ২০ জন অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি ডানকার্কের লুন-প্লাগ এলাকায় ডুবে যায়। এসময় ফ্রান্সের নেভির একটি হেলিকপ্টারও উদ্ধার কাজে অংশ নেয়। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |