কর্মীর হাতে নতুন গাড়ি তুলে দিলেন জ্যাকুলিন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
বিজয়া দশমীতে খুশি হয়ে উপহার হিসেবে কর্মীর হাতে নতুন গাড়ি তুলে দেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এতে নেটিজেনদের বাহবা পাচ্ছেন অভিনেত্রী। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। কর্মীর হাতে নতুন গাড়ি তুলে দিলেন জ্যাকুলিন ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের কর্মীকে গাড়ি উপহার দিয়ে দশমীর শুভ মুহূর্তে তার পূজা করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। নারকেল ভেঙে, লাড্ডু দিয়ে নতুন গাড়িকে বরণ করেন জ্যাকুলিনের ওই কর্মী। ভিডিওতে জ্যাকুলিনকে ট্রাফিক পুলিশের মতো পোশাক পরে থাকতে দেখা যায়। উল্লেখ্য, লকডাউনের সময় সালমান খান এবং তার পরিবারের সঙ্গে পানভেলের বাগান বাড়িতে ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। লকডাউন শেষে আনলক পর্ব শুরু হতেই জ্যাকুলিন পানভেল থেকে মুম্বাইয়ে ফিরে আসেন। ডেল্টা টাইমস্/এম আর/এস এ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |