করোনায় প্রযোজক দিলুর মৃত্যু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু এটি নিশ্চিত করেছেন। ![]() করোনায় প্রযোজক দিলুর মৃত্যু খসরু জানান, তিনদিন আগে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে দুইদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) রাখা হয়েছিল বলে জানান খসরু। ‘সোনার চেয়ে দামি’, ‘কাবিন’, ‘সাহস’, ‘নাচে নাগিন’, ‘রুপের রানী গানের রাজা’, ‘বুকের ধন’, ‘ফাঁসির আসামি’, ‘ভালোবাসা’, ‘মহান’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন দিলু। উল্লেখ্য, তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির বিভিন্ন মেয়াদে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি। ডেল্টা টাইমস্/এম আর/এস এ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |