|
বঙ্গবন্ধু স্মরণে “একত্রিংশৎ কাব্যমালঞ্চম”
নিজস্ব প্রতিবেদক:
|
|
বঙ্গবন্ধু স্মরণে “একত্রিংশৎ কাব্যমালঞ্চম” বঙ্গবন্ধু স্মরণে মহান বিজয় দিবসে “একত্রিংশৎ কাব্যমালঞ্চম” নামে একটি কবিতার অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। অ্যালবামে মোট ২২টি কবিতা স্থান পেয়েছে এবং বিভিন্ন ক্যাডারের ১৪ কর্মকর্তা আবৃত্তিতে অংশগ্রহণ করেছেন। কবিতাগুলোতে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের কথা; বাদ যায়নি প্রেম-বিরহ, প্রকৃতি ও পরাবাস্তবতার কথাও উঠে এসেছে । রিফাত নোবেলের ব্যাকগ্রাউন্ড স্কোর, বাঁশি, বেহালা, গীটার, তবলা এবং আবৃত্তি শিল্পীর সুরের দ্যোতনায় কবিতাগুলো অসাধারণ মাত্রা পেয়েছে। এই অ্যালবাম থেকে অর্জিত সকল অর্থ মুজিববর্ষে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ বাবদ ব্যয় করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি গৃহহীন পরিবার একটি করে ঘর পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন দেশের আটটি বিভাগে গৃহহীনদের জন্য কিছু নতুন ঘর নির্মাণ করবে। গৃহহীনদের জন্য নতুন ঘর নির্মাণ বাবদ যা খরচ হবে তা ক্যাডার সদস্যরা বহন করবে। ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন মনে করে কবিতা মানুষকে ভাবতে শেখায়, মেধা ও মননে সাড়া ফেলে, জীবনকে সজীব করে, যোগ করে নতুন মাত্রা। কবিতা মানুষের বোধশক্তি জাগ্রত করে, মননশীলতাকে উন্নত করে। মানুষ মেধা-মননে, চিন্তা-চেতনায় ও কর্মে আধুনিক ও উন্নত হলে দেশও আধুনিক ও উন্নত হবে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সহজ হবে । উল্লেখ্য,বাংলাদেশে প্রথমবারের মতো বিসিএস ক্যাডার কর্মকর্তাদের অংশগ্রহণে এতো বড় কবিতার অ্যালবাম এটি। অ্যালবামটি সম্পাদনা ও সার্বিক তত্ত্বাবধানের পাশাপাশি ৪টি আবৃত্তিতে অংশগ্রহণ করেছেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি। আবৃত্তিতে আরও অংশগ্রহণ করেছেন----- বঙ্গবন্ধু স্মরণে “একত্রিংশৎ কাব্যমালঞ্চম” ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |