১০ জানুয়ারি বাংলাদেশে আসছে ক্যারিবিয়রা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২০২১ সালের ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ক্যারিবিয়রা। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে টেস্ট সিরিজ। দুদলের মধ্যকার শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে। ![]() ফাইল ফটো ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি: ২০ জানুয়ারি, ২০২১: প্রথম ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ২২ জানুয়ারি, ২০২১: দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ২৫ জানুয়ারি, ২০২১: তৃতীয় ওয়ানডে, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ৩-৭ ফেব্রুয়ারি, ২০২১: প্রথম টেস্ট, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১: দ্বিতীয় টেস্ট, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। উল্লেখ্য, এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলবে না ওয়েস্ট ইন্ডিজ। ডেল্টা টাইমস্/আলী আজীম/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |