শোকজ নোটিশ পেয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হাফিজ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
দলের পক্ষ থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাওয়ার পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আগামী শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় তার বনানীর বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শোকজ নোটিশ পেয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হাফিজ সর্বশেষ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজধানীর পল্টনে সরকারবিরোধী অবরোধ কর্মসূচি পালনের অভিযোগে রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে বিষয়গুলোকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী অভিহিত করে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ এবং শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এ নিয়ে হাফিজ উদ্দিন আহমেদ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তার অবস্থান স্পষ্ট করবেন। গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা বিরোধী কার্মকাণ্ডের অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে ৫ দিন ও শওকত মাহমুদকে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। এরই মধ্যে শওকত মাহমুদ কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন। বুধবার (১৬ ডিসেম্বর) রাতে তার একান্ত সহকারি আবদুল মতিন খামের ভেতর জবাবের চিঠি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেন। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |