ময়মনসিংহ প্রিমিয়ার লিগ শুরু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্যে নতুন প্রাণ ফেরাতে শুরু হয়েছে ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ এমপিএল। সোমবার (২১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ টাইগার্স ও ময়মনসিংহ থান্ডার এর খেলার মধ্য দিয়ে শুরু হয় এমপিএল। ![]() ময়মনসিংহ প্রিমিয়ার লিগ শুরু বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, এমপিএলের টাইটানিক স্পন্সর ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাবেদ ওমরসহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। মাঠে থাকছে ৬টি দল । পাঁচদিনের এ টুর্নামেন্টের সব খেলা হবে সার্কিট হাউজ মাঠে। মুজিব শতবর্ষের বিশেষ আয়োজন হবে ১০০ বলের নতুন ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দল থেকে ১২ আইকন থাকছে মাঠে, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, ইলিয়াস সানী, আরাফাত সানী, শুভাগত হোম, আকবর আলী, তৌহিদ হৃদয়, রাকিবুল হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন। ডেল্টা টাইমস্/আলমগীর সরকার/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |