তারুণ্যের প্রাপ্তি-অপ্রাপ্তিতে মোড়া ২০২০
এবিএস ফরহাদ
প্রকাশ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ৪:১৮ পিএম আপডেট: ২১.১২.২০২০ ৪:৪৮ পিএম

তারুণ্যের প্রাপ্তি-অপ্রাপ্তিতে মোড়া ২০২০

তারুণ্যের প্রাপ্তি-অপ্রাপ্তিতে মোড়া ২০২০

আসছে আরেকটি নতুন বছর, ২০২১। নতুন বছর বরণ উদযাপনের পাশাপাশি তাকিয়ে দেখার সময় প্রাপ্তি-অপ্রাপ্তি ও প্রত্যাশায় মিলিয়ে যাওয়া গেল বছর।  ২০২০ সালের নানা অপূর্ণতার গ্লানি মুছে নতুন সমৃদ্ধি আর অগ্রযাত্রার ঢেউ নিয়ে আসুক সম্ভবনার নতুন দিগন্ত। এমনটাই প্রত্যাশা তরুণ সমাজের। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণের কথা জানাচ্ছেন এবিএস ফরহাদ:

জীবনকে নতুন পরিচয়ে পেয়েছি

রওশন আক্তার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এই ২০২০ সাল আজ আমাকে নতুন পরিচয়ে পরিচয় করিয়েছে। সরকারি ভার্সিটিতে পড়ার স্বপ্ন কে না দেখে। আমিও দেখেছি।  আর আজ তা সফল। এই প্রাপ্তি আমার জীবনকে দিয়েছে নতুন পরিচয়। তারপর হঠাৎ একদিন করোনা ভাইরাস এসে সারা বিশ্বকে গ্রাস করে নিল।  থমকে যায় বিশ্ব, থমকে যাই আমি। ভার্সিটিতে উঠে ভার্সিটির আনন্দ, প্রাপ্তি, নতুন কিছু শিখা আর হলো না। তবে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম নয়।  আজ সেই স্বপ্নের পদ্মা সেতু শুধু স্বপ্নেই সীমাবদ্ধ থাকেনি,
এই করোনার মাঝেও বাস্তবতায় রূপ নিয়েছে।  অন্যদিকে, আমরা পেয়েছি সেই স্বাদ যা এত মধুরভাবে পাওয়া কখনো সম্ভব হবে না।  আর তাহলো পারিবারিক বন্ধনের স্বাদ।  শত অপ্রাপ্তির মাঝেও আমাদের প্রাপ্তির কিন্তু কখনোই কমতি ছিল না, আর না কখনো থাকবে।  এই বিশ্বাসে ভরে উঠুক সারা বাংলাদেশ।

বিষাদময় ছিল বছরটি

আদর আফসিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

প্রতিটা বছরই শুরু হয় অন্যবছরের ভুল শুধরে নতুন ভাবে নতুন আলোকে শুরু করার লক্ষ্যে।  ২০২০ সালও শুরু হয়েছিলো সেভাবেই।  কিন্তু অন্যান্য বছরের মতো ছিলো না বছরটি। প্রথম ৩ মাস আগের মতো থাকলেও এর পর দ্রুত বদলে যায় প্রেক্ষাপট।  ছড়িয়ে পড়ে করোনা মহামারি।  থমকে যায় সারাবিশ্ব।  জীবন হয়ে উঠে বিষাদময়।  জীবন থেকে হারিয়েছি আনন্দ বেদনার একটি সময়।  তবে এই শত অপ্রাপ্তির মাঝে প্রাপ্তিও কম নয়।  আবার সবুজ প্রকৃতি ফিরে পাওয়া।  আমরা প্রকৃতির কাছে কতোটা নির্ভরশীল তা প্রকৃতি আমাদের বুঝিয়ে দিয়েছে।  সামনে আসছে নতুন আরেকটি বছর।  নতুন বছরে ফিরে আসুক সুস্থ পৃথিবী।

পরিবারের স্বপ্ন পূরণ করতে পারিনি

নাবিলা নুহাশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২০২০ সালের শুরুতে মনে হয়েছিলো এবছরটা অনেক প্রাপ্তিতে ভরপুর হয়ে উঠবে।  মহামারীর আঘাতে মার্চের বন্ধটাও ২/৩ মাসের বেশি স্থায়ী হবে সেটা স্বপ্নেও ভাবিনি।  স্নাতক শেষ করে পরিবারকে আশার আলো দেখানো কিংবা পড়াশোনার অগ্রগতি  কোনোটাই হলো না।  বরং হারিয়ে ফেলেছি অনেকগুলো প্রিয়মুখ।  দুশ্চিন্তা আর হতাশায় জীবন ম্নান হয়ে গেছে অনেকখানি।  তবে প্রাপ্তি বলতে বলবো- ধৈর্য্য ধরার শক্তিটা বেড়েছে, পরিবার ও সমাজকে সঙ্গে নিয়ে এই লড়াইয়ের মাধ্যমে শিখেছি অন্যরকম জীবন দক্ষতা।  জীবন কঠিন, একটা যুদ্ধ ক্ষেত্র।  শেষের পথে এই শূন্যতায় ভরা ২০২০।  নিশ্চিত নই, তবে আশা করি, জীবন কিছুটা আগের গতিতে ফিরবে। আমারও ফিরে পাবো মানষিক শান্তি ও স্বস্তি।

সমীহ আদায় করতে পেরেছে দেশ

ফাহিম হাসান রাহাত, চট্টগ্রাম কলেজ

সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেরও নানা প্রাপ্তি অপ্রাপ্তির বছর ২০২০।  করোনার থাবা, হত্যা, ধর্ষণ, রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দিয়ে পার করলেও এদেশ পেয়েছে নানা প্রাপ্তিও। যে দেশকে বিশ্ব তলাবিহীন ঝুড়িঁ বলে কূটক্তি করতো, সেদেশ নিজস্ব অর্থায়নে তৈরি করেছে দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু।  বিশ্বকে জানান দিয়েছে আমরা আর কারো মুখাপেক্ষী নই। কাল্পনিক স্বপ্নের বাস্তবায়ন দেখেছে বিশ্ব।  ১৬ কোটি জনগণ পেয়েছে নতুন প্রাপ্তি।




ডেল্টা টাইমস্/এবিএস ফরহাদ/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com