|
রাজধানীতে গাড়ির চাপায় নারী নিহত
নিজস্ব প্রতিবেদক:
|
|
রাজধানীর শাহবাগ থানাধীন রেলওয়ে কর্মচারী সরকারী হাসপাতালের সামনে আনন্দবাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাত নারী (৪০) নিহত হয়েছেন। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ঘটনাটি ঘটে। ![]() রাজধানীতে গাড়ির চাপায় নারী নিহত গুরুতর আহত অবস্থায় এক পথচারী ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, আজ ভোরে সরকারী কর্মচারী হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় সে মারা যান। মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। বিষয় টি শাহবাগ থানাকে অবহিক করা হয়েছে।
ডেল্টা টাইমস্/মোস্তাফিজুর/সিআর/জেডএইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |