|
লক্ষ্মীপুরে অক্সিজেন নিয়ে রোগীর বাড়ি ছুটছেন স্বেচ্ছাসেবীরা
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
![]() লক্ষ্মীপুরে অক্সিজেন নিয়ে রোগীর বাড়ি ছুটছেন স্বেচ্ছাসেবীরা করোনা ৩য় ঢেউয়ে চারদিকে যখন হাহাকার, হাসপাতাল গুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগী। একের পর এক রোগী আসছে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে। এমন পরিস্থিতিতে যখন সবাই ঘরে বন্দি, ঠিক সেই সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লক্ষ্মীপুর জেলা জুড়ে করোনা আক্রান্ত রোগীদের বিনা মুল্যে অক্সিজেন,মেডিসিন, আক্রান্ত হয়ে মৃত্যু বরণ কারীদের লাশ দাফন ও সৎকার করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন গুলো। দিন অথবা রাত ঝড় বৃষ্টি উপক্ষো করে শহর থেকে গ্রামে যখনি ফোন আসে অক্সিজেন লাগবে তখনি রোগীদের বাড়ীতে ছুটে যান এই স্বেচ্ছাসেবীরা, রোগীদের অবস্থা বুঝে অক্সিজেন সিলেন্ডার দিয়ে আসেন এবং প্রতিনিয়ত খোঁজ রাখেন রোগীদের। করোনার ভাইরাসের শুরু থেকে স্বেচ্ছাসেবীরা আক্রান্ত রোগীদের মেডিসিন ও মানসিকভাবে সাহস দিয়ে গেছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারীদের লাশ দাফন করছেন স্বেচ্ছাসেবীরা। করোনার ৩য় ঢেউয়ে শুরু থেকে স্বেচ্ছাসেবীরা নিজেদের অর্থায়নে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা মেডিসিন লাশ দাফন শুরু করার পর থেকে এই সব স্বেচ্ছাসেবীদের কাজে অনুপ্রাণিত হয়ে সরকারি বেসরকারি, সমাজের বৃত্তবানরা এগিয়ে এসেছে তাদের পাশে। ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে এই সব স্বেচ্ছাসেবীদের দেয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডার। এদিকে লক্ষ্মীপুর জেলায় করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন নন্দন ফাউন্ডেশন, মেঘ ফাউন্ডেশন, সবুজ বাংলাদেশ,ইনাফা, মানবতার বন্ধু, যুব রেড ক্রিসেন্ট, হেল্পিং হ্যান্ড বাংলাদেশ,স্বপ্ন নিয়ে,স্টুডেন্ট হেল্প ফাউন্ডেশন,সৈয়দপুর অনলাইন হেল্প জোন ফাউন্ডেশন,অগ্রযাত্রা ফাউন্ডেশন,ইউনিক সেবা ফাউন্ডেশন, আদর্শ মানব কল্যান বাংলাদেশ,দিঘলী ইউনিয়ন ফোরাম,পরিচয় ফাউন্ডেশন,চন্দ্রগঞ্জ থানা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম,জাফরপুর মানবকল্যাণ ফাউন্ডেশন,আলোক বর্তিকা,কুশাখালী ব্লাড ব্যাংক, উত্তর জয়পুর ব্লাড ডোনেট ক্লাব,ইয়াং স্টার ব্লাড ডোনেট ক্লাব,মানবিক যুবলীগ, ছাত্রলীগ, আরজু মনি অক্সিজেন ব্যাংক, জাগরণী সেবা সংঘ,বসুরহাট সমাজ উন্নয়ন ফাউন্ডেশন,বিকেবি ক্লাব,উত্তর হামছাদী যুব সংগঠন,দিঘলী ব্লাড ব্যাংক, অগ্রযাত্রা ফাউন্ডেশন, রায়পুর সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবসহ আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। ![]() লক্ষ্মীপুরে অক্সিজেন নিয়ে রোগীর বাড়ি ছুটছেন স্বেচ্ছাসেবীরা অপরদিকে লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পুলিশের এএসআই রগুনাথের লাশ দাফন শুরু করেন যৌথভাবে নন্দন ফাউন্ডেশন ও মেঘ ফাউন্ডেশন। এরপর ইনাফা সবুজ বাংলাদেশ ইনাফা, , হেল্পিং হ্যান্ড বাংলাদেশ, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব, পরিচয় ফাউন্ডেশন,মানবিক যুবলীগ,ছাত্রলীগ রায়পুর উপজেলা ভাইস- চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়ার নিজস্ব উদ্দেগে লাশ দাফন কাজ চলমান রেখেছেন। মেঘ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ফাহান বিন বেলায়েত বলেন, করোনার ২য় ধাপ থেকে অক্সিজেন নিয়ে কাজ করছি, দিন হোক রাত হোক শহর থেকে গ্রামে যখনি ফোন আসে তখনি অক্সিজেন নিয়ে রোগীর বাড়ীতে অক্সিজেন সিলেন্ডার নিয়ে পৌছে যাই। এখন পর্যন্ত নিজস্ব অর্থায়ন ও সরকারি বেসরকারি থেকে পাওয়া ৯টা অক্সিজেন সিলিন্ডার দিয়ে রোগীদের অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি। রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক মাহমুদ জানান, গত ১৯ মাস বিনা খরচে এম্বুলেন্স সেবা প্রদান,শ্বাসকষ্টের রোগীদের অক্সিজেন সেবাসহ রক্তদান, করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, মাস্ক, স্যানেটাইজার, সাবান বিতরণ, দাফনটীমের সুরক্ষা সামগ্রীসহ আমাদের কার্যক্রমও চলমান। ডেল্টা টাইমস্/ফিরোজ আলম রাসেল/সিআর/আরকে |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |