|
ডিআরইউ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন মার্কিন দূতাবাসের
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
|
এ বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়। ![]() ডিআরইউ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন মার্কিন দূতাবাসের অভিনন্দন বার্তায় বলা হয়েছে, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় যথাক্রমে নজরুল ইসলাম মিঠু, নুরুল ইসলাম হাসিব (ইউএস ইন্টারন্যাশনাল ভিজিটিং লিডারশিপ প্রোগ্রামের অংশগ্রহণকারী) ও নাদিয়া শারমিনকে (২০১৫ ইউএস ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ) অভিনন্দন। নবনির্বাচিত এ দলের সবাইকে একটি সফল মেয়াদের জন্য শুভকামনা। আপনাদের সঙ্গে কাজ করার আশা রইল।’ গত ৩০ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ১৭২২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫৫৫ জন। একটি ভোট নষ্ট হয়েছে। নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং আ ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |