|
চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুর প্রতিনিধি:
|
![]()
প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। আমজাদ হোসেনের নিজ জেলা জামালপুরে নানা আয়োজনে পালিত হয়েছে তার মৃত্যুবার্ষিকী। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের বকুলতলা চত্বর থেকে আমজাদ হোসেন চর্চা কেন্দ্রের আয়োজনে একটি মৌন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে আমজাদ হোসেনের কবরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা অর্পণ শেষে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর আমজাদ হোসেন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২০ ডিসেম্বর তার মরদেহ দেশে পৌঁছালে জামালপুরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। ডেল্টা টাইমস্/শাকিল আহমেদ/সিআর/আরকে |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |