ঢাবির ক্যান্টিন বয় জাবেদ পেয়েছে জিপিএ-৫, হতে চান ডাক্তার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ২:২৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ক্যান্টিনে কর্মরত মো. জাবেদ হোসেন নামের এক ক্যান্টিন বালক এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। জাবেদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ইতোপূর্বে ওই স্কুল থেকেই জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ এবং সাধারণ গ্রেডে মেধাবৃত্তি পেয়েছিল।
   মো. জাবেদ হোসেন

মো. জাবেদ হোসেন

জাবেদ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের টেকদাশের দিয়া গ্রামের মো. রমজান আলীর ছেলে। তার বাবা গ্রামের কুটির শিল্পে কাজ করেন। এক প্রকার টানাপোড়নের মধ্য দিয়েই চলে তাদের সংসার। চরম অর্থনৈতিক সংকটেও বাবা-মা জাবেদকে পড়াশোনা করিয়েছেন এবং যেকোনো মূল্যে ছেলের স্বপ্ন পূরণ হোক সেটাই চান তারা। জাবেদের স্বপ্ন হল, সে বড় হয়ে ডাক্তার হবে।

জিপিএ-৫ পাওয়ার অনুভূতি জানতে চাইলে জাবেদ বলেন, “এ প্লাস পেয়ে আমার অনেক ভালো লাগছে। আমি এখন ভালো একটি কলেজে পড়তে চাই। আমার ও পরিবারের স্বপ্ন যে, বড় হয়ে ডাক্তার হবো।”

সে আরও বলেন, ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করে আমার বাবা-মায়ের মুখে হাসি ফুটাতে চাই এবং দেশ ও জাতির জন্য কাজ করতে চাই। আমি সকলের দোয়া ও ভালবাসা চাই।


ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]