|
নড়াইলের কালিয়ায় বজ্র্রপাতে মহিলার মৃত্যু
কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ
|
![]() নড়াইলের কালিয়ায় বজ্র্রপাতে মহিলার মৃত্যু নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন উঠানে তিনি সাংসারিক কাজে ব্যাস্ত ছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে ওই গৃহবধূ গোয়াল ঘরের পাশে গাছের নীচেয় আশ্রয় নেয়। এ সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। বিষয়টি বড়নাল পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ মোঃ সেলিম নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপারের সাথে সমন্বয় করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ডেল্টা টাইমস্/মোঃ হাচিবুর রহমান/সিআর/এমই
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |