টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি :
|
![]() টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, শুক্রবার কোনো এক সময় যানবাহনের ধাক্কায় ওই যুবক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক (৩৬) বছর। সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। পরে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে লাশটি দাফন করা হয়েছে। ডেল্টা টাইমস্/হাসান সিকদার/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |