|
গাইবান্ধায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, গ্রেপ্তার ২
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() গাইবান্ধায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, গ্রেপ্তার ২ ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকা রহবলে রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শাকিল আহমেদ ও তার স্ত্রী। শাকিল বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে তার স্ত্রীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকেলে ব্যক্তিগত কাজ শেষে গোবিন্দগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বগুড়া যাচ্ছিলেন শাকিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নবীন বরণ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ‘এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন শাকিল ও তার স্ত্রী। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। ওসি বলেন, 'ঘটনার পর স্থানীয় ও পথচারীদের সহযোগিতায় বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |