কালাইয়ে জাতীয় শোক দিবস পালিত
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
|
![]() কালাইয়ে জাতীয় শোক দিবস পালিত মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে জাতিয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। ![]() কালাইয়ে জাতীয় শোক দিবস পালিত উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক ফজলুর রহমান, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়,অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারী, উপজেলার মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে একই স্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ দিবস উপলক্ষে সোমবার দিন ব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয় । এর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মোনাজাত, আলোচনা সভা, বঙ্গবন্ধু ভিডিও চিত্র প্রদর্শণ, সাংস্কৃতিক অনুষ্টান ও বৃক্ষরোপন । আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের মধ্যে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও যুব ঋন দেওয়া হয়। এছাড়াও কালাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক শোকর্যালি বের করা হয়। র্যালীটি কালাই পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা, দোয়া মাহফিল করা হয়। দিবসটি উপলক্ষে কালাই পৌরসভায় গণভোজের আয়োজন করেন কালাই উপজেলা আওয়ামী লীগ। ডেল্টা টাইমস্/মো. মিজানুর রহমান/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |