প্রতারণা মামলায় নুসরাতকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() প্রতারণা মামলায় নুসরাতকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে কলকাতার ইডির কার্যালয়ে হাজির হন এ অভিনেত্রী। সেখানে সাড়ে ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ইডি দপ্তর থেকে বেরোনো স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুসরাত বলেন, ‘ইডির সব প্রশ্নের উত্তর দিয়েছি। সম্পূর্ণ সহযোগিতা করেছি।’ মঙ্গলবার সকাল সকাল ১০টা ৪৩ মিনিটে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে; অর্থাৎ কলকাতায় ইডির দপ্তরে পৌঁছান নুসরাত। প্রতারণাকাণ্ডে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, একটি সংস্থার মাধ্যমে কলকাতার নিউটাউনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যক্তিদের আবাসন বা ফ্ল্যাট বিক্রির প্রকল্পে তিনি প্রতারণা করেছেন। এই ঘটনার কথা সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর বিজেপি অবিলম্বে নুসরাতকে গ্রেপ্তার এবং তার সংসদ সদস্যপদ বাতিলের দাবি তুলেছে। এই অভিযোগে ইতিমধ্যে আলিপুর আদালতে নুসরাত জাহানসহ নয়জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |