ভারতে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ১১ যাত্রী নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ভারতে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ১১ যাত্রী নিহত বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোরে বাসটি রাজস্থানের পুষ্কর থেকে উত্তর প্রদেশের তীর্থধাম বৃন্দাবনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তেল ফুরিয়ে যাওয়ায় যাত্রীবাহী বাসটি একটি সেতুর ওপর দাঁড়িয়ে ছিল। কিন্তু একটি দ্রুতগামী ট্রাক এসে বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। খবর এনডিটিভির। বেঁচে যাওয়া বাসের এক যাত্রী জানিয়েছেন, জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে বাসটি একটি ফ্লাইওভারে উপর দাঁড়িয়ে যায়। তখন চালক ও কয়েকজন যাত্রী বাসটির পেছনে গিয়ে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখন দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে এসে এটিকে সজোরে ধাক্কা মারে। আর সে সময় বাসের পেছনে যারা ছিলেন তারা পিষ্ট হয়ে মারা যান। পুলিশ দুর্ঘটনা সম্পর্কে জানিয়েছে, জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর ওই বাসটি লক্ষণপুর এলাকার অন্তরা ফ্লাইওভারের উপর দাঁড়ায়। তখন পেছন থেকে একটি ট্রাক এতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পাঁচজন পুরুষ এবং ছয়জন নারীর নির্মম মৃত্যু হয়। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |