|
জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু
নো জোট নো মহাজোট, নো আসন বণ্টন ডাইরেক্ট ফাইট
নিজস্ব প্রতিবেদক :
|
![]() নো জোট নো মহাজোট, নো আসন বণ্টন ডাইরেক্ট ফাইট বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টি মহাসচিব বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে, নির্বাচনে গেলে আমরা ভালো করবো। তাই আমরা নির্বাচনে এসেছি। কেউ যদি আমাদের বিশ্বাস না করে, সেটা তাঁদের বিষয়। কেন বিশ্বাস করে না, সেটা তারাই ভালো বলতে পারবে। কিন্তু আমরা সবাইকে বিশ্বাস করি।’ গতকাল মঙ্গলবার রাতেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং আড্ডা হয়েছে বলে জানিয়ে চুন্নু বলেন, ‘নির্বাচন কেমন হবে, প্রশাসন, আইন শৃঙ্খলাবাহিনীর ভূমিকা কী হবে, ভোটাররা কিভাবে কেন্দ্র আসবে এসব নিয়ে আলোচনা হয়েছে।আলোচনা হয়েছে, গল্প করেছি। এরপরও তাঁরা বিশ্বাস না করলেও ভালো ভোজ দিয়েছে। নৈশ ভোজ দিয়েছেন, পেট ভরে খেয়েছি। বিশ্বাস না করলে কারো বাড়িতে দাওয়াত দিয়ে এতো আলাপ করে খাওয়াইতেন না নিশ্চই।’ আমরা কখনো অবিশ্বাসের কথা বলিনি, ‘যাঁরা বলেছেন তাঁরাই ভালো উত্তর দিতে পারবেন। আমরা সবাইকে বিশ্বাস করি।’ জাতীয় পার্টির দাবি একটাই বলে জানিয়েছেন দলটির মহাসচিব। তিনি বলেন, ‘আমরা নির্বাচন করতেই এসেছি। আমাদের দাবি একটাই, যেন ভোটকেন্দ্র ভোটারদের আসার পরিবেশ থাকে। নির্বাচন করে আগামীতে ক্ষমতায় যাবো সেই স্বপ্নেও আমারা বিভোর। আওয়ামী লীগ বিরোধী দলে যাবে। এরকম চিন্তাই আমাদের মধ্যে আছে।’ ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |