|
মাহির প্রতীক ‘ট্রাক’
ডেল্টা টাইমস ডেস্ক:
|
|
মাহির প্রতীক ‘ট্রাক’ মাহি বলেন, আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী আছেন, তারা অনেক সিনিয়র। অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতি করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ একটা শোষণের মধ্যে থাকেন। আমি তাদের মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই নির্বাচনে এসেছি। আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে। রিটার্নিং ‘ট্রাক’ আজ রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রার্থীদের অনেকেই নিজে উপস্থিত ছিলেন। অনেকেই আবার নিজে না থেকে প্রতিনিধিকে প্রতীক বরাদ্দ নিতে পাঠান। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |