|
মালদ্বীপ আ.লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন
মালদ্বীপ প্রতিনিধি
|
|
মালদ্বীপ আ.লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন শনিবার (১৭ ডিসেম্বর) রাতে রাজধানী মালের ভিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ
হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ। মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ দুলাল মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
উপস্থিত ছিলেন গ্লোবাল রিচ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান (সিআইপি) আলহাজ
মো. সোহেল রানা ও সংগঠনটির সাধারণ সম্পাদক দুলাল হোসেন। মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমকে আর কামাল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে, হাইকমিশনার এসএম আবুল কালাম আজাদ মালদ্বীপ প্রবাসীসহ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম ও প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি আজ সারা বিশ্বে স্বীকৃত। করোনা মহামারির সংকট মোকাবিলা করেও বাংলাদেশে আশাব্যঞ্জক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি। মালদ্বীপ আ.লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন সভাপতির বক্তব্যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বস্তরের জনগনকে নির্দ্ধিধায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা নিয়ে সরকার গঠনের সুযোগ করে দিতে সকল সহযোদ্ধা মুজিব সৈনিকদের অতন্ত্র প্রহরী হিসেবে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানান দুলাল মাতবর। আলোচনা পর্ব শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত ও নৃত্য পরিবেশনা করেন বাংলাদেশ থেকে আগত সংগীত নিকেতনের একদল শিল্পী। পরিশেষে, জাতির পিতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ডেল্টা টাইমস/মো. ওমর ফারুক খোন্দকার/সিআর/জেএইচ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |