হরিণাকুণ্ডুতে পাল্টাপাল্টি হামলা, আহত ২
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ২:১৫ পিএম আপডেট: ২৪.১২.২০২৩ ২:২০ পিএম

হরিণাকুণ্ডুতে পাল্টাপাল্টি হামলা, আহত ২

হরিণাকুণ্ডুতে পাল্টাপাল্টি হামলা, আহত ২

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে। ইতিমধ্যেই মাইকিং পোস্টারে ছেয়ে গেছে ঝিনাইদহ-২ সংসদীয় আসনে। আর এ নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে নৌকা এবং ঈগল প্রতীক। ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রধান সমন্বয়কারী রওশনের গাড়ির উপরে হামালা-ভাংচুর, গাড়ীর ধাক্কায়  আহত ২ জনের খবর পাওয়া গেছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, চেঙের মোড় বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর অফিসে মাইক বাজাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। তারা জানান, প্রথমে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে মিটিং হচ্ছিল এসময় নৌকার অফিসের মাইকের সাউন্ডে তা শুনা যাচ্ছিল না বলে সাউন্ড একটু কমাতে বললে তারা তা না শুনলে আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আফজাল হোসেন নৌকা প্রতীকের প্রচার মাইক বন্ধ করে দেয়।

পরে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একদল যুবক এসে স্বতন্ত্র প্রাথীর ঈগল প্রতীকের প্রচার মাইক ভাঙচুর করে প্রচারণা বন্ধ করে দেয়। এঘটনার জের ধরে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বসির উদ্দীনের নেতৃত্বে আড়ুয়াকান্দি গ্রামে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা অবস্থান নেয়। এসময় এমপি’র একান্ত সহকারী ও নৌকা প্রতীকের প্রধান সম্বনয়কারী রওশন আলীর গাড়ি লক্ষ্য করে এবং তার গাড়িতে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাংচুর করে। গাড়ীর ড্রাইভারকে দ্রুততার সাথে ঘটনাস্থল ত্যাগ করতে যেয়ে তার প্রাইভেটকারে দুইজনকে ধাক্কা দিয়ে গুরুতর যখম করে কোনো রকমে সেখান থেকে দ্রুত বের হয়ে যান।যাদেরকে গাড়ি চাপা দেওয়া হয়েছে তাদের অবস্থা শোচনীয়, দুই পায়ের হাটুতে অনেক আঘাত লেগে হাড় ভেঙ্গে যাবার সম্ভাবনা রয়েছে।
এসময় রওশন আলীর সাথে মোটর সাইকেলে মজনু ও অন্য একজন সমর্থক ছিল তাদেরকে পিটিয়ে আহত করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা । এই ঘটনার শুনার সাথে সাথে, ঘটনা যেনো আর অন্যদিকে মোড় না নিতে পারে সে জন্যে সেখানে দ্রুত পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

হরিণাকুণ্ডুতে পাল্টাপাল্টি হামলা, আহত ২

হরিণাকুণ্ডুতে পাল্টাপাল্টি হামলা, আহত ২

বর্তমানে গাড়িটি থানায় ক্লোজ করা হয়েছে। এবিষয়ে রওশন আলী বলেন আমি আড়ুয়াকান্দি গ্রামের মাঝ দিয়ে যাচ্ছিলাম এসময় বসির চেয়ারম্যানের নেতৃত্বে আমাকে খুন করার উদ্দ্যেশে একদল যুবক আমার গাড়ির উপরে হামলা করে গাড়ির সামনের গ্লাস এবং সাইডের গ্লাস ভাংচুর করতে থাকে তখন ড্রাইভারকে জানে বাঁচতে গাড়ি দ্রুত গতিতে চলে যাওয়ার জন্য বলি তখন সে গাড়ি টেনে বেরিয়ে যায় তা না হলে তারা আমাকে জানে মেরে ফেলতো। তবে এই ঘটনার আগে চেঙের মোড়ে কি হয়েছে তা আমি কিছুই জানতাম না। পরে শুনলাম প্রচার মাইক বাজানো  নিয়ে দুই পক্ষের মধ্যে একটু হাতাহাতি হয়েছে। এঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা। তবে পুলিশ তৎপর রয়েছে বলে জানা গেছে।

এদিকে হরিণাকুণ্ডু থানা পুলিশ সূত্রে জানাগেছে উপজেলার ভবানীপুরে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেড়াকে কেন্দ্র করে এবং রঘুনাথপুর ইউপি'র ঘটনায় নৌকা প্রার্থী  মিলে মোট থানায় ২টি জিডি হয়েছে। অপরদিকে এমপি সমি'র একান্ত সহকারী উপর হামলা গাড়ি ভাংচুরকে কেন্দ্র করে রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকা পর্যন্ত কোনও মামলা হয়নি।  

ডেল্টা টাইমস/এম টুকু মাহমুদ/সিআর/জেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com