|
আচরণবিধি লঙ্ঘন
প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি, কিছু জরিমানা-মামলা হয়েছে
|
![]() সাংবাদিকদের সঙ্গে কথা বলছে ইসি মো. আলমগীর। ছবি: সংগৃহীত রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও কমিশন ভবনে তিনি এসব কথা বলেন। ইসি আলমগীর বলেন, সব জায়গায় কঠিন বার্তা দেওয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া যায় না। তিনি আরও বলেন, নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সব দল নির্বাচনে এলে আরও ব্যালান্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কেননা অনেক দল অংশ নিয়েছে। বিএনপি এলে ভালো হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। নির্বাচন একপেশে হচ্ছে না। ডেল্টা টাইমস/সিআর |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |