বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ২:৪৩ পিএম

বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত

বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত

রাজধানীর আগারগাঁওয়ে আগামী শনিবার ২১ ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ করার কথা ছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের। এতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অংশ নেওয়ারও কথা ছিল। কিন্তু ওই সমাবেশ স্থগিত করা হয়েছে। 


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে।

এছাড়া মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতও সংবাদমাধ্যমকে একই বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ম্যাডাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সমাবেশে যোগ দেওয়ার মতো নয়। ম্যাডাম যেতে পারবেন না বলে সমাবেশ স্থগিত করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কথা রয়েছে। বিদেশ থেকে ফিরলে এই সমাবেশ হবে। এবং সেখানে ম্যাডাম থাকবেন বলে আশা করছি’

এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। অসুস্থতার কারণে বিদেশে যাওয়ার বিষয়টি পিছানো হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য চলতি মাসেই খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং ‍পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে তিনি সৌদি আরবেও ওমরাহ পালন করার কর্মসূচিও রয়েছে। সেই অনুযায়ী যুক্তরাজ্য ও যুক্তরাজ্য ও সৌদি আরবের যেতে পাসপোর্টে ভিসা কাজও সম্পন্ন হয়েছে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com