মামলাবাজি-চাঁদাবাজি এখনো বন্ধ করতে পারেননি সরকার: মান্না
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১:৩৭ পিএম

মামলাবাজি-চাঁদাবাজি এখনো বন্ধ করতে পারেননি সরকার: মান্না

মামলাবাজি-চাঁদাবাজি এখনো বন্ধ করতে পারেননি সরকার: মান্না

গত চার মাসে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যে সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‌‌‌‌সরকারের উপদেষ্টাদের মধ্যে কথার সামঞ্জস্য দেখা যাচ্ছে না। মামলাবাজি চাঁদাবাজি বন্ধ করতে না পারায় সরকারের সমালোচনাও করেন তিনি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর পুরানো পল্টনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ জনদুর্ভোগ কমানোর দাবিতে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মান্না।

সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ কেন করতে পারছেন না?

অন্তর্বর্তীকালীন সরকার গত চার মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্যতা তৈরির চেষ্টা করেনি বলে দাবি করেন মান্না। তিনি বলেন, জাতীয় ঐক্যমত একা একা হতে পারে না। হঠাৎ করে একদিন বসে সব রাজনৈতিক দল একমত হয়ে যেতে পারে না। সংস্কার নিয়ে, দেশের সংকট নিয়ে অন্যদের সঙ্গে কথা বলছেন না, সমাধানের চেষ্টা করছেন না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মান্না বলেন, সরকারের কথা শুনে মনে হয় স্বপ্নের কথা বলছে কিন্তু জনগণ সেখানে এখন দুঃস্বপ্ন দেখছে। আমরা আইন শৃঙ্খলার উন্নতি দেখছি না। মামলাবাজি চাঁদাবাজি চলছে, বন্ধ করতে পারেননি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে। সরকারের সফলতার হার কম। আমরা হুঁশিয়ার করছি, এখনো সময় আছে, জনগণের স্বপ্ন ভঙ্গ করে সরকারকে ব্যর্থ করে দেবেন না।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com