রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো মনমোহন সিংকে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৭ পিএম

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো মনমোহন সিংকে

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো মনমোহন সিংকে

শ্রদ্ধা, ভালোবাসা আর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি' সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে নয়াদিল্লির নিগামবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

তবে শেষকৃত্যের আগে শেষবারের মতো তার মরদেহটি নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দপ্তরে। সেখানে তাকে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি। 

এছাড়া ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস প্রেসিডেন্ট মালিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে মনমোহন সিং এর শেষকৃত্যে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান।


শনিবার (২৮ ডিসেম্বর) সকালে কংগ্রেসের সদর দপ্তর থেকে মনমোহন সিংয়ের মরদেহ নিয়ে যাওয়া হয় নিগমবোধ ঘাটে।

মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন। পরে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে টানা ১০ বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

নব্বইয়ের দশকের শুরুতে হঠাৎ করে ভারতের অর্থমন্ত্রী হন মনমোহন সিং। ওই সময় ভারতের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ছিল। তখন অর্থনীতিতে উদারনীতি গ্রহণ করে অনেক সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেন তিনি। যা পরবর্তীতে দেশটির অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে।


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এইমস) শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

মনমোহন সিংয়ের মৃত্যুতে শুক্রবার সব সরকারি কার্যক্রম বাতিল করা হয়। সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এসময় সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিতি রাখা হবে। কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের কার্যক্রমও বাতিল করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com