আল্লাহ অনুগ্রহ স্মরণ করে ইউসুফ (আ.) এর দোয়া
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৯:৫৮ এএম

আল্লাহ অনুগ্রহ স্মরণ করে ইউসুফ (আ.) এর দোয়া

আল্লাহ অনুগ্রহ স্মরণ করে ইউসুফ (আ.) এর দোয়া

হজরত ইউসুফ আ. আল্লাহর প্রেরিত নবী ছিলেন। তিনি আরেক নবী হজরত ইয়াকুব আ.-এর ছেলে ছিলেন। ইয়াকুব আ.-এর ১১ জন সন্তান ছিলেন। ইউসুফ ছিলেন সবার ছোট। শৈশবেই মাকে হারিয়েছিলেন তিনি। এ কারণে অন্য সবার থেকে ইউসুফকে কিছুটা বেশি স্নেহের চোখে দেখতেন ইয়াকুব আ.।

ইউসুফের প্রতি বাবা ইয়াকুব আ.-এর স্নেহের বিষয়টি অন্য ভাইয়েরা ভালোভাবে নিতে পারেনি। তারা ঈর্ষা পরায়ন হয়ে ইউসুফকে বাবার কাছ থেকে দূরে সরাতে অন্ধকার কূপে ফেলে দেয়। সেখান থেকে তুলে ইউসুফকে মিসরের এক মন্ত্রীর কাছে একটি ব্যবসায়ী কাফেলা। মন্ত্রীর বাড়িতে প্রতিপালিত হতে থাকে ইউসুফ আ.। কিন্তু এখানেও মন্ত্রীর স্ত্রী জুলায়খার ছলনার কারণে তাকে দীর্ঘ সময় কারাবাস করতে হয়।

জীবনের এতোগুলো দুর্বিষহ সময় পার করে অবশেষে আল্লাহ তায়ালার অনুগ্রহে ইউসুফ আ. মিমরের শাসন ক্ষমতার দায়িত্ব লাভ করেন। ফিরে পান বাবা ও ভাইদের। আল্লাহ অনুগ্রহ ফিরে তা স্মরণ করে এবং আল্লাহর অন্যান্য গুণাবলী উল্লেখ করে ইউসুফ আ. একটি দোয়া করেছিলেন।  এ দোয়ায় তিনি কামনা করেছিলেন যেন মুসলিম অবস্থায় তার মৃত্যু হয় এবং তাকে সজ্জনদের সাথে মিলিত করা হয়।

দোয়াটি হলো—

 رَبِّ قَدۡ اٰتَیۡتَنِیۡ مِنَ الۡمُلۡكِ وَ عَلَّمۡتَنِیۡ مِنۡ تَاۡوِیۡلِ الۡاَحَادِیۡثِ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ۟ اَنۡتَ وَلِیّٖ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ ۚ تَوَفَّنِیۡ مُسۡلِمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ

উচ্চারণ : রাব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা’উইলিল আহাদিছি ফাত্বিরাস সামাওয়াতি ওয়াল আরদি আংতা ওয়ালিয়্যি ফিদদুনয়া ওয়াল আখিরাতি তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিক্বনি বিসসালিহীন। 

‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে রাজত্ব দান করেছ, আর আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছ। আসমান যমীনের সৃষ্টিকর্তা! তুমিই দুনিয়ায় আর আখেরাতে আমার অভিভাবক, তুমি মুসলিম অবস্থায় আমার মৃত্যু দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো।’  (সূরা ইউসুফ, আয়াত : ১০১)


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com