নিউ ইয়র্কে একুশের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগানে হট্টগোল
বাংলা প্রেস, নিউ ইয়র্ক:
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২০ পিএম

.

.

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির আয়োজিত সম্মিলিত একুশে উদযাপন অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিতে আসা শত শত সংগঠনের নেতাকর্মীরা বাধার সম্মুখীন হন।  

একুশে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে নিউ ইয়র্কের উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বারবার রাজনৈতিক বক্তব্য বা স্লোগান পরিহারের অনুরোধ জানানো হলেও, আওয়ামী লীগের নেতাকর্মীরা "জয় বাংলা—একুশের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে" স্লোগান দেন। এতে পুরো অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়। অস্থায়ী বেদীতে ফুল দিতে আসা শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা বিভ্রান্ত হয়ে পড়েন, নতুন প্রজন্মের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।  

এর আগে, গত বছর ১৬ ডিসেম্বর নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠানেও তুমুল হট্টগোল ও অপ্রীতিকর ঘটনা ঘটে। ওইদিন নিউ ইয়র্কের উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে একজন বক্তার রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা প্রায় অর্ধঘণ্টা ধরে চলতে থাকে। পরে নিউ ইয়র্ক সিটির মেয়রের আগমনকে সামনে রেখে পরিস্থিতি শান্ত করা হয়।  

সেসময় অনুষ্ঠানটি নিয়মমাফিক চললেও, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ বিদায়ী কমিটির কিছু সমালোচনা করেন। এরপর নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান পাল্টা বক্তব্য দিলে বিশৃঙ্খলার সূত্রপাত হয়। এরপর সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম তাঁর বক্তব্যে ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ এবং ৫ আগস্টের গণ-আন্দোলনের প্রসঙ্গ তুলে এনে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন।এতে উপস্থিত আওয়ামী লীগপন্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং চিৎকার করে তাকে "ভুয়া, ভুয়া" বলে প্রতিবাদ জানান।  

আওয়ামী লীগ নেতা আবুল হাসিব মামুন ও মুজাহিদুল ইসলাম ফখরুল আলমের বক্তব্যের প্রতিবাদ করলে সভাপতি আতাউর রহমান সেলিম, মহিউদ্দীন দেওয়ান ও মাহবুব পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আওয়ামী লীগপন্থীরা মারমুখী হয়ে উঠলে বিএনপির রিপন, কাজী আজম, জসিম ভূঁইয়া, মোশাররফ হোসেন, সেলিম রেজা প্রমুখ এর প্রতিবাদ করেন এবং তারাও আওয়ামী লীগ সমর্থকদের দিকে তেড়ে যান। ফলে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক হট্টগোল শুরু হয়।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষকে কঠোর হতে হয়।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com