ঢাকার খিলগাঁও তালতলা মার্কেটের পাশে ভয়াবহ আগুন
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ঢাকার খিলগাঁও তালতলা মার্কেটের পাশে ভয়াবহ আগুন শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ‘রাত সাড়ে ৭টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে বর্তমানে ১০টি ইউনিট কাজ করছে। এছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।’ খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ‘তালতলা মার্কেটের পাশে স-মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়াকসপ) আগুন লেগেছে। পরে বিকট কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।’ প্রত্যক্ষদর্শীরা জানান, স-মিল থেকে আগুন পাশের গ্যারেজেও ছড়িয়েছে। ওই জায়গায় কেমিক্যালের ড্রাম আছে, স-মিলের কাঠ আছে, গ্যারেজের সিলিন্ডার আছে। সব মিলিয়ে আগুন বাড়ছে। একটি গাড়ি থেকে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |