এমবাপের গোলে ফ্রান্স ও কিমিচের জোড়ায় জার্মানির বড় জয়
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() এমবাপের গোলে ফ্রান্স ও কিমিচের জোড়ায় জার্মানির বড় জয় ফ্রান্স ৩ : ০ আজারবাইজান গতকাল (শুক্রবার) দিবাগত রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে আজারবাইজানকে আতিথ্য দেয় ফরাসিরা। যেখানে তাদের আক্রমণের তোড়ে সফরকারীরা দাঁড়াতেই পারেনি। অবশ্য এ নিয়ে তিনবার মুখোমুখি হওয়ার পর প্রতিবারই তিক্ত স্বাদ পেয়েছে আজারবাইজান। এবারের দেখায় ফ্রান্স ৭৬ শতাংশের বেশি পজেশন রেখে মোট ৩৩টি শট নেয়। যার ৯টি ছিল গোলের লক্ষ্যে। বিপরীতে গোলের জন্য মাত্র একটি শট নিতে পারে আজাররা, যদিও তা লক্ষ্যে ছিল না। ![]() এমবাপের গোলে ফ্রান্স ও কিমিচের জোড়ায় জার্মানির বড় জয় বিরতির পর আরও চাপ বাড়ায় ফ্রান্স। মিনিট পাঁচেক পরই খানিক দূর এগিয়ে হুগো একিতিকের নেওয়া শট পোস্টে লেগে ফেরে। শট নিয়ে আজারবাইজান রক্ষণ ও গোলরক্ষকের পরাস্ত হয়েছেন এমবাপে ও কিফহেন থুরাম। ৬৯ মিনিটে ফরাসিদের লিড দ্বিগুণ করেন আন্দ্রে র্যাবিওট। জটলার মধ্যে হেডে তিনি গোলটি করেন। অস্বস্তি নিয়ে ৮৩তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপে। তার বদলি নেমে পরের মিনিটেই ফ্লোরিয়ান থাউভিন স্কোরশিটে নাম তোলেন। ক্রসে পাওয়া বলে নিয়ন্ত্রণে নিয়ে লাফিয়ে বাঁ পায়ে জোরালো শট নেন তিনি। তাতেই ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ফ্রান্সের। ৩ ম্যাচের সবকটিতে জিতে তারা বাছাইয়ের গ্রুপ ‘ডি’র পয়েন্ট টেবিলের শীর্ষে। জার্মানি ৪ : ০ লুক্সেমাবার্গ ![]() এমবাপের গোলে ফ্রান্স ও কিমিচের জোড়ায় জার্মানির বড় জয় লাল কার্ড দেখা ছাড়াও ২০ মিনিটে লুক্সেমবার্গের বিপক্ষে পেনাল্টি পায় জার্মানি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার জশুয়া কিমিচ। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সার্জিও গ্যানাব্রি। বল হারিয়ে ফেলার পর প্রতিপক্ষের কাছ থেকে ফিরতি বল পেয়ে তিনি জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেছেন। এর দুই মিনিট পর গোলমুখে টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন বায়ার্ন তারকা কিমিচ। এরপর সুযোগ তৈরি হলেও আর গোল হয়নি। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেল জার্মানি। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |