২০২৬ বিশ্বকাপে ভয়ঙ্কর দল হবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ২০২৬ বিশ্বকাপে ভয়ঙ্কর দল হবে ব্রাজিল, বিশ্বাস কাফুর জিকো বলেন, 'শুক্রবারের পারফরম্যান্স অসাধারণ ছিল। আমরা দেখেছি আরও মনোযোগী, দায়িত্বশীল এক দলকে। প্রত্যেকে কোচকে বোঝাতে চাচ্ছে যে তারা এই দলে থাকতে চায়। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, খেলোয়াড়দের প্রেরণাও তত বাড়ছে। আশা করি এটা হবে দুর্দান্ত প্রস্তুতির সূচনা।' নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জিকো হেসে বলেন, “ও খেলবে কি না, সেটা নির্ভর করছে ওর শারীরিক অবস্থার ওপর।” রোমারিও মনে করেন, প্রতিপক্ষের দুর্বলতা থাকলেও ৫-০ স্কোরলাইন দলের শক্তিরই প্রমাণ, 'বর্তমান ফুটবলে ৫-০ ব্যবধানে জয় কম কথা নয়। আমি যেমন আশাবাদী, তেমনি প্রতিটি ব্রাজিলিয়ানও নিশ্চয়ই নতুন করে আশার আলো দেখছে। দেখি, এখান থেকে আমরা আরও উন্নতি করতে পারি কি না।” ২০০২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু মনে করেন, আনচেলোত্তি এসে দলের কাঠামো ও ভারসাম্য ঠিক করে দিয়েছেন—বিশেষ করে রক্ষণে, 'আমি নিশ্চিত, বিশ্বকাপে ব্রাজিল হবে ভয়ঙ্কর এক দল। আমাদের আক্রমণভাগ সব সময়ই দুর্দান্ত, যা দরকার ছিল তা হলো রক্ষণে শৃঙ্খলা। আনচেলোত্তি ঠিক সেটাই এনে দিয়েছেন। এখন আমরা কম গোল খাচ্ছি, আর সামনে আক্রমণভাগ আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। এই ব্রাজিলকে হারানো সহজ হবে না।' ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |