সিরিজ হারের পর ব্যাটারদের দুষলেন মিরাজ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সিরিজ হারের পর ব্যাটারদের দুষলেন মিরাজ ম্যাচ শেষে হতাশ কণ্ঠে টাইগার অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমরা সত্যিই খুব ভালো বোলিং করেছিলাম এবং আমরা সহজেই এই লক্ষ্যটা তাড়া করতে পারতাম। কিন্তু আজ আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে।’ ব্যাটাররা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না জানিয়ে মিরাজ বলেন, ‘আমি তাদের বলেছিলাম যে টপ অর্ডারে আমাদের জুটি গড়া দরকার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা জুটি শুরু করি ঠিকই, কিন্তু যখন আমাদের দায়িত্ব নিতে হবে, আর সেখানেই সমস্যা হচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না।’ সিরিজ হারের পর এখন হোয়াইটওয়াশ এড়াতে চায় বাংলাদেশের। মিরাজ বলেন, ‘এই মুহূর্তে আমরা খুবই হতাশ, তবে আমাদের হাতে এখনও একটি ম্যাচ বাকি আছে। এরপর আমাদের আরেকটি সিরিজ আছে এবং কীভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা যায়, সেই বিষয়ে আমাদের ভাবতে হবে।’ ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |