নির্বাচন ও গণভোট একসঙ্গে নয়: রফিকুল ইসলাম খান
সিরাজগঞ্জ প্রতিনিধি;
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:২১ পিএম আপডেট: ১১.১০.২০২৫ ৫:৩০ পিএম

নির্বাচন ও গণভোট একসঙ্গে নয়: রফিকুল ইসলাম খান

নির্বাচন ও গণভোট একসঙ্গে নয়: রফিকুল ইসলাম খান

আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়া–সলঙ্গা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, “একই দিনে নির্বাচন ও গণভোট হলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে।”

শনিবার (১১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা হাটিকুমরুলে সিদ্দিকিয়া কমপ্লেক্সে ‘মুসলিম উম্মাহর ঐক্যে মুফাসসির ও আলেমদের করণীয়’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলেম–ওলামাদের উদ্দেশে তিনি বলেন, “ইসলামি জলসা ও ওয়াজ মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না।”

তিনি আরও বলেন, “আগামী দিনে নতুন বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যার যার জায়গা থেকে ঐতিহাসিক ভূমিকা রাখব। আগামী দিনের বাংলাদেশ হবে আলেম–ওলামার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য মাওলানা মো. রাকিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা শাখার আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মো. মিজানুর রহমান, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির ও বেলকুচি–এনায়েতপুর–চৌহালী আসনের প্রার্থী অধ্যক্ষ মো. আলী আলম, জেলা আমির ও কাজীপুর আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. শাহিনুর আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রায়গঞ্জ–তাড়াশ আসনের প্রার্থী অধ্যাপক ড. মাওলানা আব্দুস সামাদ প্রমুখ।

এ ছাড়া রাজশাহী বিভাগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দসহ শতাধিক আলেম–ওলামা ও সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস্/সিআর/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com