এখন পর্যন্ত কার্যক্রম ঠিকঠাক আছে, বললেন ছাত্রদলের এজিএস প্রার্থী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:৩৮ পিএম

এখন পর্যন্ত কার্যক্রম ঠিকঠাক আছে, বললেন ছাত্রদলের এজিএস প্রার্থী

এখন পর্যন্ত কার্যক্রম ঠিকঠাক আছে, বললেন ছাত্রদলের এজিএস প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। তিনি বলেছেন, নিরাপত্তাসহ সব বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের কার্যক্রম ঠিকঠাক আছে। ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত প্রশাসন যাতে এভাবে অনড় ও সজাগ থাকে। 

যেকোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হতে গেলে প্রশাসন এবং শিক্ষার্থীরা মিলে সেটি প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এষা বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের শিক্ষার্থী।

জাহিন বিশ্বাস এষা বলেন, জীবনের প্রথম ভোট দিয়েছি আজকে। বলতে গেলে আমাদের সকলেরই আজকে জীবনের প্রথম ভোট প্রদান করা। উৎসবমুখর পরিবেশে ব্যাপারটা উপভোগ করছি। কীভাবে ভোট দিতে হবে সেই নির্দেশনা যদিও আগে পেয়েছি।

তিনি আরও বলেন, ভেতরে যারা ছিলেন আমাদের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। নিখুঁতভাবে ভোট প্রদান করার যে কর্মসূচিটা সেটি কিন্তু আমরা করছি এবং আমরা আশা রাখছি, এভাবেই সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা বজায় রেখেই আমরা ভোট প্রদান করতে পারব শেষ পর্যন্ত।'

শিক্ষার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদলের এই প্রার্থী বলেন, শিক্ষার্থীরা যাতে ভোট দিতে আসে এবং যোগ্য প্রার্থীকে বেছে নেয়। এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে শিক্ষার্থীদের কাজগুলো করা যাবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com