উপদেষ্টাদের কাজ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: প্রেস সচিব
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:৫৪ পিএম

উপদেষ্টাদের কাজ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: প্রেস সচিব

উপদেষ্টাদের কাজ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাজ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২২ অক্টোবর) একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

‘রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের নিয়ে অভিযোগ করছে যে কোনো কোনো উপদেষ্টা বিশেষ রাজনৈতিক দলকে সুযোগ-সুবিধা দিচ্ছে’, সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘রাজনীতিবিদেরা তো অনেক ধরনের কথাই বলেন। সবকিছু তো আমরা নিই না। ওনারা আসলে কী প্রেক্ষিতে বলেছেন, আমরা আসলে জানি না। আর আমরা মনে করি, যদি কারও কাছে কোনো প্রমাণ থাকে, আপনারা আনেন।’

তিনি বলেন, ‘আমরা তো মনে করি তারা গত ১৫ মাস তারা প্রশংসনীয় সেবা দিয়েছেন। দেশের ক্রান্তিকালে তারা হাল ধরেছিলেন। তারা যে দায়িত্ব পালন করেছেন, এটা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

জুলাই সনদ স্বাক্ষরের দিন সারজিস-হাসনাতরা কেউ ছিল না। তাদের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব হয়েছে কী না এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘জুলাই আন্দোলনে তো বিএনপি, জামায়াত ও বামদলগুলো সবাই ছিল। অবশ্যই জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিল এই ছাত্ররা। আমরা স্বীকার করি, তাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

তিনি আরও বলেন, ‘তারা স্বাক্ষর করেনি কারণ তাদের কিছু পয়েন্ট আছে, যেগুলো সমাধান করা নিয়ে আলোচনা হচ্ছে। আমার মনে হয় এখানে দূরত্বের কিছু নেই। আমরা আশা করছি, এনসিপির ভাইবোনেরা স্বাক্ষর করবেন।’

সাক্ষাৎকারে প্রেস সচিব জানান, নির্বাচনের কাজ খুব দ্রুতই সম্পন্ন হচ্ছে, জাতিকে ভালো নির্বাচন উপহার দেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।




ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com