শুক্রবার ও শনিবার ঢাকা কাস্টমস অফিস খোলা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() শুক্রবার ও শনিবার ঢাকা কাস্টমস অফিস খোলা বুধবার (২২ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে কাস্টমস হাউস কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা কাস্টমস হাউস শুল্কায়ন টিম ও এর অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দুর্যোগ পরবর্তী অন্তর্বর্তীকালীন আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে আগামী ২৪-২৫ অক্টোবর (শুক্রবার ও শনিবার) অফিস খোলা থাকবে। নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। গত ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে আমদানি করা পণ্য রাখা হয়। আগুনে সেখানকার প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |