বন্ধ রয়েছে স্মার্টকার্ড প্রিন্টের কাজ
নিজস্ব প্রতিবেদক:
|
![]() বন্ধ রয়েছে স্মার্টকার্ড প্রিন্টের কাজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য জানান। জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে স্মার্টকার্ড প্রিন্টের কাজ বন্ধ রয়েছে। এই অবস্থার সৃষ্টি হয়েছে মূলত সফটওয়্যার জটিলতায়। এ নিয়ে ইসির দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া না গেলেও নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, সফটওয়্যারে যাচাই করা যাচ্ছে না যে কোন এনআইডির স্মার্টকার্ড প্রিন্ট হয়েছে আর কোনটির প্রিন্ট হয়নি। এছাড়া অন্য জটিলতা থাকতে পারে যা কারিগরি সংশ্লিষ্ট লোক বলতে পারবে। এদিকে ২ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৭২০টি ব্ল্যাংক স্মার্টকার্ড কেনার জন্য ইসির একটি প্রতিনিধি দল ফ্রান্স সফরে গিয়েছেন। ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর নাগরিকদের প্রথমে কাগজে লেমিনেটিং করা কার্ড সরবরাহ করে ইসি। তবে ২০১৬ সালে ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড দেওয়া শুরু করে সংস্থাটি। ইসি কর্মকর্তারা বলছেন, স্মার্টকার্ড দ্বিতীয় প্রকল্প থেকে তিন কোটির মতো কার্ড বিতরণের সিদ্ধান্ত হয়। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকল্পের টাকায় কেনা যাবে ২ কোটি ৩৬ লাখ ৩৪টি কার্ড। আর বর্তমানে ইসির হাতে ৫০ হাজারের মতো ব্ল্যাংক কার্ড আছে। যেগুলো কারিগরি ত্রুটির কারণে ছাপাতে পারছে না ইসি। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |