পাহারায় সেনাবাহিনী
খামারবাড়ি দিয়ে যান চলাচল স্বাভাবিক
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() খামারবাড়ি দিয়ে যান চলাচল স্বাভাবিক শুক্রবার (১৭ অক্টোবর) আড়াইটার পর ওই সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়। সেখানে পুলিশ ছাড়াও সেনাবাহিনীর বহু সদস্য বর্তমানে দায়িত্ব পালন করছেন। এর আগে দুপুরের দিকে মানিক মিয়া এভিনিউ জুড়ে থমথমে অবস্থা ছিল। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সংসদ ভবন এলাকা। সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার পর সংসদ ভবন এলাকা থেকে জুলাই যোদ্ধাদের বের করে দিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে খামারবাড়ি মোড়ে পিকেটিং শুরু করে। দুপুর দেড়টার পর পুলিশ দ্বিতীয় দফায় তাদের সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে জুলাই যোদ্ধারা। দুপুর ১২টায় ওয়ারিয়র্স অব জুলাই নামে জুলাই যোদ্ধাদের সংগঠনের নেতাকর্মীরা তিন দফা দাবিতে সংসদ ভবনের দক্ষিণপ্লাজার ১২ নম্বর গেটে অবস্থান শুরু করে। তারপর পুলিশের বাধা উপেক্ষা করে গ্রিল টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে চলে যায় তারা। এরপর থেকে কয়েক দফা সংঘর্ষের পর বর্তমানে পুরো এলাকা স্বাভাবিক। জুলাই যোদ্ধাদের তিন দফা দাবিগুলো হলো- ১. জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। ২.আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৩. এই দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। এদিকে উদ্ভুত পরিস্থিতিতে সংসদ ভবনের বাইরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |