রূপনগরের আগুন নেভাতে কতক্ষণ লাগবে, জানে না ফায়ার সার্ভিস
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() রূপনগরের আগুন নেভাতে কতক্ষণ লাগবে, জানে না ফায়ার সার্ভিস বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা জানান ফায়ার সার্ভিসের ঢাকার পরিচালক কাজী নজমুজ্জামান। ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, আমরা দেখেছি, রাসায়নিকের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পর্যাপ্ত ইকুইপমেন্ট নেই। আন্তর্জাতিক মানে যে ধরনের ইনস্ট্রুমেন্ট থাকার কথা ফায়ার সার্ভিসের সেটা নেই। পরিচালক বলেন, কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক। খুবই ডিফিকাল্ট। স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন, তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে। বড় ধরনের বিক্রিয়া হতে পারে। যার কারণে কেমিক্যাল অগ্নিনির্বাপণের ক্ষেত্রে আপনার সময় লাগবেই। এটা স্বাভাবিক বিষয়। তিনি আরও বলেন, সকাল বেলা ফায়ার সার্ভিসের টিম সেফটি সুট পরে মেইন গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে। তারা ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করছে। আমাদের অগ্নিনির্বাপণের কাজ চলমান। বাকি যারা প্রশাসন আছে, তারা কাজ করছে। এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং সময় লাগবে। সেখানে যে কেমিক্যালটা আছে, অপারেশন করতে সময় লাগবে। আমাদের গ্রুপ থেকে এবং পরিচালক অপারেশন মেইন্টেন্যান্সের নেতৃত্বে একটা টিম আসবে। তিনটার পরে তারা দেখে একটা সিদ্ধান্ত নেবে কী করা যায়। আগুন নেভাতে কত সময় লাগবে এবং কেমিক্যাল সরানো হচ্ছে না কেন, এই বিষয়ে জানতে চাইলে নজমুজ্জামান বলেন, সেখানে বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যাল আছে, সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সি গ্যাস তৈরি হচ্ছে। যেটা বাতাসের সাথে মিশে গেছে এবং গ্যাস তৈরি হচ্ছে। সেটাতে শ্বাস-প্রশ্বাস নিলে সমস্যা হতে পারে। ফুসফুসের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে। যেটা নিজেরাই আপনারা উপলব্ধি করছেন। এজন্য অবশ্যই গণমানুষের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা বারবার মাইকিং করছি, জনগণকে বলছি এবং আপনাদের বলছি- নিজের জীবনকে আগে বাঁচান। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কতজন নিখোঁজ, আপনারা কি কোনো তালিকা করেছেন- এমন প্রশ্নে তিনি বলেন, আমরা সার্ভিস সিভিল ডিফেন্স, আমাদের অগ্নিনির্বাপণের কার্যক্রম চলমান। আমরা সেটা নিয়েই কাজ করছি। বাকি যারা প্রশাসন আছে, সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |